বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

রাজধানীতে দুই যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীতে দুই যুবককে পিটিয়ে হত্যা

ঢামেক প্রতিনিধি:: রাজধানীর মিরপুরের দারুসসালামে পিটিয়ে দুই ‍যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা ১২টার দিকে দারুসসালামের আহমেদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, এখনো আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। কেন-কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

দারুসসালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা ‘ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com