শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল

চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও উত্তর জেলা সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মোহাম্মদ সোহেল, চট্টগ্রামঃ চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও উত্তর জেলা সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপগাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের নিয়ে রওনা দেন গোলাম আকবর খোন্দকার। একই সময় গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করলে মুখোমুখি অবস্থানে পড়ে দুই পক্ষ।

এরপরই উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একটি জিপগাড়ি ভাঙচুর করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “রাউজানে বিএনপির দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

সংঘর্ষ বিষয়ে জানতে চেষ্টাকালে গোলাম আকবর খোন্দকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com