মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

রাউজানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ সোহেল , চট্টগ্রাম প্রতিনিধি॥
চট্টগ্রামের রাউজান উপজেলায় দেশীয় তৈরি এলজি ও ধারালো ছোড়াসহ সালাউদ্দিন (৩৮) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের গৌরিশংকর হাটে নারায়ণের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের উনসত্তরপাড়া গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি (অগ্নেয়াস্ত্র) ও বিশেষভাবে প্রস্তুতকৃত একটি ধারালো লম্বা ছোড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও ছোড়া পুলিশ প্রমাণ হিসেবে জব্দ করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন,
“চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে পাহাড়তলী এলাকায় অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়-ভীতি সৃষ্টি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।”

এ ঘটনায় সালাউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মামলার তদন্ত শেষ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com