বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

রংপুরে বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালকসহ নিহত ৩

রংপুরে বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, চালকসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি:: রংপুরের পীরগাছায় একটি বিয়ের অনুষ্ঠানের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার বেলতলী এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অমৃত বালা ও সান্তা রানী। তাদের বাড়ি রংপুর মহানগরীর নদীর হাট এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়েছে।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বৌভাত খেয়ে রংপুর সদর উপজেলার শ্যামপুর হাটে ফেরার পথে সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি পাশের পুকুরে পড়ে যায়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালকসহ তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে অমৃত বালা ও শান্তা রানী নামের দু’জনের পরিচয় পাওয়া গেছে।

ওসি আরো জানান, দুর্ঘটনা-কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু, অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com