রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত স্পোর্টস রিপোর্টার:: আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হতে হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। বিসিবি এই টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিমের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
এ দলে আজিজুলের ডেপুটি হিসেবে আছেন জাওয়াদ আবরার। আগামীকাল রোববার রাতে বিশ্বকাপের উদ্দেশে ঢাকা ছাড়বে যুব দল।
যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ ভারত। তিন দিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এরপর তৃতীয় ম্যাচে ২৩ জানুয়ারি আজিজুলদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
২০২০ যুব বিশ্বকাপে বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ বিশ্বকাপে পাকিস্তানের কাছে অলিখিত কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দল: আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহারিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি আলীন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই: আবদুর রহিম, দেবাশিস সরকার, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।