রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার গভীরে দূরপাল্লার আঘাতের জন্য ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।

আগস্টে আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে দেখা করেন। তবে তাদের সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে তেমন আলোচনা হয়নি। ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূরত্ব এরপর থেকে বেড়েই চলছে।

ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, শান্তি চুক্তি না করায় তিনি পুতিনের ওপর হতাশ। ইউক্রেনকে দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে ট্রাম্প ‘কাগুজে বাঘ’ বলেও অভিহিত করেছেন। পুতিন গত সপ্তাহে পাল্টা আক্রমণ করে প্রশ্ন তোলেন, রাশিয়ার অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হওয়ার জন্য ন্যাটো কি ‘কাগুজে বাঘ’ নয়?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে জানিয়েছিলেন, রাশিয়ার গভীরে আঘাত করতে পারে এমন দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের অনুরোধ বিবেচনা করছে।

রোববার (৫ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক পাভেল জারুবিনের প্রকাশিত একটি ভিডিও ক্লিপে পুতিন বলেছেন, এর ফলে আমাদের সম্পর্ক ধ্বংস হবে, অথবা অন্তত এই সম্পর্কের ক্ষেত্রে যে ইতিবাচক প্রবণতাগুলো উঠে এসেছে, তা ধ্বংস হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com