বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলা ২০০ কোটি ডলারের তেল বিক্রি করবে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভেনেজুয়েলা প্রায় ২০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রফতানি করার জন্য যুক্তরাষ্টের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই ঘোষণা দেন, যা ভেনেজুয়েলার তেল উৎপাদনকে আরও কমে যাওয়ার হাত থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে। খবর রয়টার্স’র।

চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলা চীনের প্রতি তেল রফতানি কমিয়ে যুক্তরাষ্ট্রে সরবরাহ বাড়াবে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বেসরকারি তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলার তেলশিল্প ‘পূর্ণ প্রবেশাধিকার’ দেওয়া হবে।

চুক্তি কার্যকর হলে, ভেনেজুয়েলার ট্যাংকার ও স্টোরেজ ট্যাংকে থাকা লাখ লাখ ব্যারেল তেল মার্কিন বাজারে পৌঁছবে। ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে, যা বাজারমূল্যে বিক্রি হবে এবং আয় ব্যবহারের ওপর নজর রাখবে যুক্তরাষ্ট্র।

বর্তমানে এই তেলের সরবরাহ শেভরন কোম্পানির মাধ্যমে মার্কিন অনুমোদনের অধীনে হচ্ছে। শেভরন দৈনিক ১ থেকে ১.৫ লাখ ব্যারেল ভেনেজুয়েলান তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। তবে, নিষেধাজ্ঞার কারণে পিডিভিএসএ-এর সরাসরি অর্থনৈতিক সুবিধা নেওয়া এখনও কঠিন।

তেল রপ্তানির সম্ভাবনা ঘোষণা করার পর মার্কিন অপরিশোধিত তেলের দাম দেড় শতাংশের বেশি কমেছে, কারণ যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার তেলের সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম বলেছেন, যুক্তরাষ্ট্রের উপকূলে ভেনেজুয়েলার তেল সরবরাহ বৃদ্ধি চাকরির নিরাপত্তা, জ্বালানি মূল্য ও ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনের জন্য সহায়ক হবে।

চুক্তি কার্যকর হলে, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল আমদানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সাহায্য পাবে এবং পিডিভিএসএ-এর উৎপাদন ও রপ্তানি অব্যাহত রাখতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com