শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

যারা সংবাদপত্রের উপর হামলা করে তারা জাতির শত্রু- আশফাক

যারা সংবাদপত্রের উপর হামলা করে তারা জাতির শত্রু- আশফাক

নিজস্ব প্রতিনিধিঃ যারা সংবাদপত্রের উপর হামলা করে তাঁদের স্বাধীনতা ক্ষুন্ন করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। এদেরকে দেশের মানুষ কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এ মন্তব্য করেন।

শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুশাইরচর ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খানের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, বেগম খালেদা জিয়ার আমলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করেছে। গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচারী শাসনের কারণে বাক স্বাধীনতা বন্ধ ছিলো। এদেশের ছাত্রজনতার প্রতিরোধে শেখ হাসিনা পালিয়ে যায়।

যারা সংবাদপত্রের উপর হামলা করে তারা জাতির শত্রু- আশফাক

আশফাক বলেন, যারা ৫২এর ভাষা আন্দোলন ও ৭১ সনের স্বাধীনতা যুদ্ধ মানে না তারা কি করে দেশের মানুষের সেবা করতে চায়। উগ্রপন্থী কোনো সংগঠনের নেতৃত্ব দেশের মানুষ দেখতে চায় না। যারা মা বোনোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তারা কিভাবে জনগণের ম্যান্ডেট চায়?বিএনপি ক্ষমতায় আসলে সংবাদপত্রের স্বাধীনতা থাকে। অন্যরা আসলে হামলা ভাংচুর করে। উগ্রবাদী একটি গোষ্ঠী দেশকে অস্থির করার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন। ধর্মীয় উন্মোদনা ছড়িয়ে একটি দল নারী ভোটারদের কাছে গিয়ে বিভ্রান্ত করছে।

দোহার নবাবগঞ্জ এলাকার মানুষ নানা ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত। বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস কলকারখানাসহ কর্মসংস্থান করার উদ্যোগ নেয়া হবে। হাসপাতালসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে। চর এলাকার মানুষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভুমিহীনরা খাস জমির দখল ছাড়বেন না। কাউকে ভাড়া দিবেন না। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের নামে খাস জমি বরাদ্ধ দেয়া হবে।

যারা সংবাদপত্রের উপর হামলা করে তারা জাতির শত্রু- আশফাক

এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, দেশের মানুষ ধানের শীষের ভোট দিতে উম্মুখ হয়ে আছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তির ও সমৃদ্ধির। সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সালাহউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব শিকদার, যুবদলের ঢাকা জেলা জেষ্ঠ্য সহসভাপতি আবুল হাশেম বেপারী, যুবদল নেতা তানভীর সানু, জহিরুল ইসলাম, সমাজসেবক ফারুক পেশকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com