শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

যারা বাংলাদেশী, তাদের ‘প্রোপার চ্যানেলে পাঠাও, ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

যারা বাংলাদেশী, তাদের ‘প্রোপার চ্যানেলে পাঠাও, ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমান্তে পুশ ইনের সংখ্যা বেড়ে গেছে। ভারতকে বলা হয়েছে, যারা বাংলাদেশী, তাদের প্রোপার চ্যানেলে পাঠানোর জন্য।

মঙ্গলবার (২৭ মে) সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা বলেছেন তিনি।

উপদেষ্টা জানিয়েছেন, পুশ ইনের জন্য ‘আমরা প্রতিবাদও করেছি।’ তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘যারা আমাদের দেশী, বাংলাদেশী, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও।’

‘আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদের আমরা প্রোপার চ্যানেলে পাঠাই। কিন্তু ওনারা এটা করতেছে না। তবে ওনাদের আমরা বলতেছি যে- প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।’

এ বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের লেভেলে হইছে। ফরেন মিনিস্ট্রিতে তারা যোগাযোগ করছে।’

এরপর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সীমান্ত ঝুঁকিমুক্ত কিনা। উত্তরে তিনি বলেন, ‘সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। কোনো অশান্তি বর্ডারে হবে না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com