শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ যশোরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
শনিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয়েছে ফেন্সিডিলবহনকারী একটি ট্রাক।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইদঘাট এলাকায় চেকপোষ্ট বসানো হয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামার নিদের্শ দেয় তারা। ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বজলুর রহমান বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। পরে ট্রাকের টুলবক্স থেকে উদ্ধার করা হয় ৯’শ ৫০ বোতল ফেন্সিডিল।
যশোর সীমান্ত থেকে ট্রাকযোগে আটককৃত ফেন্সিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।