মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোর অফিস:: যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকায় বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ। পুলিশ জানান, দুই দল মাদক কাবরারির মধ্যে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।

কোতয়ালী থানার এসআই মোকলেসউজ্জামান সাংবাদিকদের বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ খবর পায়, মন্ডলগাতি এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলি চলছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবক মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com