মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা ৮ দলের

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতসহ সমমনা ৮ দলের।

দলগুলো দাবি করছে—জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণভোট আয়োজনসহ সরকারের নানা বিষয়ে কার্যকর পদক্ষেপের জন্য তারা দেশের জনগণকে রাজপথে নামাতে চায়।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ সংক্রান্ত আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তা ছাড়া সংবাদ সম্মেলনে ১৩ ও ১৪ নভেম্বর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বলা হয়, ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে।

১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ নভেম্বর আন্দোলনরত দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং যদি সরকার দাবি মেনে না নেয়, তবে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com