রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: ময়মনসিংহে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ- চট্টগ্রাম, ভৈরব ও গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে।
রোববার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে লোকো শেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম জানান, ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পরপরই আমার উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি। উদ্বার কাজ চলছে। আশাকরি খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।