বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার বিকেলে ভাইগ্নার মারপিটে মামা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব (৭২) গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রব ঘটনার দিন বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ থেকে নিজ বাড়ী হোগলাবুনিয়া ইউনিয়নের মধ্য পাঠামারা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে পাঠামারা গ্রামের মৃত.জেন্নাত আলীর পুত্র তার ভাইগ্না রুহুল আমীন তাকে বেধড়ক মারপিট করে আহত করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের হিসেবে তাকে মারপিট করা হয়েছে বলে জানা গেছে। ইতোপূর্বে বিরোধের জের ধরে রাস্তা ঘাটে নানা কটূক্তি ও হুমকির দেয়ার কারনে রুহুল আমীন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আব্দুর রব মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছেন।