রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

স্পোর্টস ডেস্ক:: মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। খবর এনডিটিভির।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘোষণা দিয়ে জানান, ভারতে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের পর কেকেআরকে এই নির্দেশ দিয়েছে বোর্ড। শুরুতে বিসিসিআই অপেক্ষা ও পর্যবেক্ষণের’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাদের।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সঙ্গে আলাপকালে সাইকিয়া বলেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, তার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে।

তিনি আরও জানান, যদি কেকেআর কোনো বিকল্প খেলোয়াড় চায়, সে ক্ষেত্রে বিসিসিআই বদলির অনুমতি দেবে।

এর আগে মুস্তাফিজকে দলে নেয়ায় কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলেন উত্তর প্রদেশ বিজেপির এক নেতা। এ ছাড়া দেশটির কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।

প্রসঙ্গত, ডিসেম্বরের নিলামে কেকেআর মুস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে কেকেআর। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com