শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে র‌্যাবের অভিযানে ৪৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শাহিন শিকদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে শিমুলিয়া ফেরীঘাট এলাকায় পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে শাহিন শিকদার মাওয়া ফেরীঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন শিকদার (৪০)কে ফেন্সিডিল ৪৩০ বোতল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহার ০১ টি পিকআপ ও ১টি মোবাইলফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

স্থানীয়দের নিকট হতে জানা যায়, মাদক ব্যবসায়ী পিকআপ চালকের ছদ্দবেশে দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় একজন সদস্য।

এবিষয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com