শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি::
মুন্সীগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ১০০০ গ্রাম (এক কেজি) গাঁজা ও ১০০ (একশত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১২ জুলাই) র্যাবের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-মোঃ শরিফ শেখ (৩২) ও মোঃ সজিব শেখ (২৫)
জানা যায়, সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখানে পাকা রাস্তার পশ্চিম পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১০২৮০ টাকা ও একটি মোবাইল ফোন সহ মোঃ শরিফ শেখ (৩২)কে গ্রেফতার করে।
অপরদিকে, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার পূর্ব শিমুলিয়া গ্রামে রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আরেকটি মাদক বিরোধী অভিযানে পরিচালনা করে মোঃ সজিব শেখ (২৫)কে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান ও লৌহজং থানা সহ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাছাড়া তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।
এব্যাপারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এবং লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।