শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
মুন্সীগঞ্জে র্যাবের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আলমগীর হাওলাদার (৪০)।
জানা যায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে আলমগীর হাওলাদারের বসতবাড়ীর সামনে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করিতেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদার (৪০)কে অবৈধ মাদকদ্রব্য ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২০,৪০০ টাকা সহ গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হাওলাদার দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলা বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
এবিষয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।