শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানে শ্রীনগরে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হয়েছে।
থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীনগর থানা প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেযারম্যান মোঃ মসিউর রহমান মামুন, থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর উপজেলা যুব লীগের সভাপতি পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আঃ বারেক খান বারী প্রমুখ।