মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি ॥
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কার নেতৃত্বে হয়েছে সঠিক তথ্য তুলে ধরা আবেদন জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বরাবরে ১৮ আগস্ট ২০২৫ সোমবার স্মারকলিপি প্রদান করেছেন হানিফ বাংলাদেশী।
স্মারকলিপিতে হানিফ বাংলাদেশী জানান, আমি মো. হানিফ ( হানিফ বাংলাদেশী) নামে পরিচিত। আমার ন্যাশনাল আইডি নাম্বার ২৮১৯৪৮৭৭৭৪। আমি সব সময় নিজের এবং দেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলি। গত কয়েক বছর যাবত দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে ৬৪ জে লায় চার বার প্রদক্ষিণ করে ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছি। ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছি।
মহোদয় আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধা সংসদের প্রধান আপনাদের কাছে আমার ও দেশের মানুষ সঠিক তথ্য জানতে চাই ১৯৭১ সালে আপনি ও মুক্তিযোদ্ধারা কার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে গিয়েছেন, কার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন।
যদি সেই মহান মানুষটা বঙ্গবন্ধু হয় তাহলে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বাঁধা কেন?। যারা শ্রদ্ধা জানাতে গিয়েছে তাদের লাঞ্চিত করা হয়েছে। একজন রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে। সেজন্য দেশের মানুষ জানতে চায় কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয় তাহলে উনার মৃত্যু বার্ষিকীতে যারা বাঁধা দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করুন। আর জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরুন।