শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধারা অসম্মান হলে প্রতিরোধ করা হবে—দোহারে বিএনপি প্রার্থী আশফাক

নিজস্ব প্রতিবেদক:: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে বা তাঁদের প্রতি অমানবিক আচরণ করলে প্রতিরোধ করা হবে। যাদের কল্যাণে দেশ পেয়েছি সেই মুক্তিযোদ্ধারা অযত্নে থাকতে পারে না।

আজ শনিবার দুপুরে ঢাকার দোহারে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সাথে মতবিনিময়কালে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

দোহার উপজেলা সদরের জয়পাড়ায় বিএনপির দলীও কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবু তালেব শিকদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন ভূইয়া।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, সম্প্রতি একটি গোষ্ঠি তাঁদেরকে হেয় করতে বিভিন্ন প্রপাগন্ডা ছড়াচ্ছে। তাঁদেরকে রাজনৈতিক ট্যাগ দেয়ার চেষ্টা করছে। তাঁরা ও তাদের পরিবার অনেকেই আতংকে রয়েছেন।

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের নানা কথা শুনে অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার আশফাক বলেন, স্বাধীনতাবিরোধী কোনো চক্র বীর মুক্তিযোদ্দাদের নিয়ে কোনো ধরনের কটুক্তি করলে বা হেয় করলে ছাড় দেয়া হবে না। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন মুক্তিযুদ্ধের সংগঠক। যিনি সেক্টর কমান্ডার ছিলেন। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখা হবে। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এছাড়া আপনাদের পরিবারের উপর কোনো সমস্যা করলে তা প্রতিহত করবে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ কমান্ডের আহবায়ক আবুল বাসার, মো: মোশারফ হোসেন খান, মো. সাহেব আলী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com