রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

মামদানির জয়ের পর নিউইয়র্ক ‘সার্বভৌমত্ব’ হারিয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ নভেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্রি ‘সার্বভৌমত্ব’ হারিয়েছে। কারণ নিউইয়র্কের ভোটররা তাদের পরবর্তী মেয়র হিসেবে বামপন্থী জোহরান মামদানিকে বেছে নিয়েছে। তবে ট্রাম্প কোনো কিছু ব্যাখ্যা না করেই বলেছেন, ‘আমরা এটি সামলে নেব।’ একইসাথে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এই বৃহত্তম শহরটি কমিউনিস্ট হয়ে যাবে।

মামদানির ঐতিহাসিক বিজয়ের এক দিন পর মিয়ামিতে এক ভাষণে ট্রাম্প আরো বলেন, ফ্লোরিডা শহর ‘শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা ব্যক্তিদের আশ্রয়স্থল হবে’।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের সামনের সিদ্ধান্তটি খুবই স্পষ্ট- আমাদের কমিউনিজম ও সাধারণ জ্ঞানের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। তিনি এই সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন’ ও ‘অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের’ হিসেবেও উল্লেখ করেন।

ডেমোক্রেট কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের নির্বাচনী জয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে তিনি এই ভাষণ দেন। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের অর্থনীতি উদ্ধার করেছি, আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি এবং একসাথে ৩৬৫ দিন আগে সেই দুর্দান্ত রাতে আমাদের দেশকে রক্ষা করেছি।

অভিজাত ব্যবসায়ী, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং ট্রাম্প নিজেও জোহরান মামদানির নীতিমালা ও তার মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তাকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন। তা সত্ত্বেও মামদানি মেয়র পদে জয়লাভ করেছেন।

সূত্র : এএফপি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com