বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এদেশের মানুষ মুখিয়ে আছে। আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। তিনি বলেছেন, বর্তমানে আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি। যারা এ ধরনের অপকর্মের জন্য চিন্তা করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করব, ইনশাআল্লাহ।
শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড ও পদুয়ারবাজার বিশ্বরোডে পৃথক দু’টি পথ সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, জাতি এখানে কাউকে ছাড় দিবে না। আমরাও দিতে চাই না। এদেশের ছাত্র, যুবক ও শ্রমিক অতীতে যেমন নিজেদের বুকের রক্ত দিয়ে অধিকার কায়েমের জন্য লড়াই করেছে তারা আবারো শতভাগ সফলতার জন্য লড়াই চালিয়ে যাবে।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
এছাড়া জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, কুমিল্লা-৮ আসন (বরুড়া) আসন থেকে জামায়াতের প্রার্থী মো: শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরাজ্জুামান সোহেল, নাছির আহাম্মদ মোল্লা ও মেশাররফ হেসাইন প্রমুখ। এছাড়া পথসভায় কুমিল্লা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।