রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুর সদর উপজেলার ঘটক কান্দায় যাত্রীবাহী বাস ‘সার্বিক পরিবহন’ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারী) বিকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে সংবাদ পাওয়া মাত্র মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা ১৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাস্থল স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে।
ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় ও আহতদের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।