মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে সারাদেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর আগে রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম।
ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র সংক্রান্ত আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থী নিজে অথবা তার লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আপিল করতে পারবেন। একই সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সেবাদানকারী সংস্থাও আপিল করতে পারবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে দাখিল করা আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।