সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ রোববার। সারা দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এ কার্যক্রম শেষে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করবে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। নির্বাচনে অংশগ্রহণকারীদের জন্য এ বিষয়ে ইসি ইতিমধ্যেই লিখিত চিঠি পাঠিয়েছে, যাতে আপিল করার সঠিক পদ্ধতি জানা যায়।

প্রত্যেকবারের মতো, এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আপিল শুনানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে।

ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৬১ জনের মনোনয়ন বৈধ, ৮১ জনের বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এছাড়া একজন প্রার্থী ইতিমধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের লিখিত আদেশের কপি দেওয়া হচ্ছে। প্রার্থী সত্যায়িত কপি নিয়ে ইসিতে আপিল করলে বিষয়টি পুনরায় যাচাই করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ৩০০ নির্বাচনি এলাকায় মোট ২,৫৬৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

নির্বাচন কমিশন আশা করছে, যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচনে অংশগ্রহণকারীদের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com