শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

ভোটারদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে: রাশেদা সুলতানা

কুড়িগ্রাম প্রতিনিধি:: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। তিনি বলেন, যদি কেউ ভোটারদের বাধা বা হুমকি দেয়। এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com