বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার মাদকবাহী নৌকায় হামলা, নিহত ১১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক বহনের অভিযোগে একটি ছোট নৌকায় কাইনেটিক হামলা চালিয়েছে। ভয়াবহ ওই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে প্রকাশিত সাদা-কালো আকাশপথের ফুটেজে দেখা যায়, ভয়াবহ ওই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন, তবে কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি সতর্ক করে দিয়ে লিখেছেন, যে কেউ যুক্তরাষ্ট্রে মাদক আনতে চাইবে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা- সাবধান!’ ট্রাম্প জানান, হামলাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। এটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে।

ট্রাম্প আগেও একাধিকবার মাদুরোকে আন্তর্জাতিক অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো এই হামলার খবর প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

এক পর্যায়ে তিনি মার্কিন স্পেস কমান্ডের নতুন সদর দপ্তর নিয়ে ঘোষণার মাঝেই হঠাৎ বিষয়টি সামনে আনেন।

ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, যখন আপনারা বের হবেন বা ভেতরে আসবেন, দেখবেন আমরা কয়েক মিনিট আগেই একটি নৌকা উড়িয়ে দিয়েছি। ওটা ছিল মাদক বহনকারী একটি নৌকা। সেসময় তার পাশে ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com