বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

ভেঙে গেল নিকোল কিডম্যানের সংসার

বিনোদন ডেস্ক:: হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান ভালোবেসে ঘর বেঁধেছিলেন। কিন্তু এ জুটির ভালোবাসার ছন্দে ছেদ পড়েছে। ভেঙে গেছে তাদের ১৯ বছরের সংসার। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স এ খবর প্রকাশ করেছে।

বিচ্ছেদের বিষয়ে একটি সূত্র পেজ সিক্স-কে বলেন, নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। বরং সবকিছু ঠিক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো তার নিজস্ব গতিতে চলে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড-কে একাধিক সূত্র বলেন, গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকছেন নিকোল কিডম্যান ও কেইথ আরবান। কিডম্যান ও আরবান দম্পতির দুটো কন্যা সন্তান রয়েছে। তারা হলেন-সানডে রোজ (১৭), ফেইথ মার্গারেট (১৪)। সন্তানেরা ৫৮ বছর বয়সি মা কিডম্যানের সঙ্গে রয়েছেন।

এ বিষয়ে সূত্রটি বলেন, কেইথ আরবান এখন ট্যুরে রয়েছেন। এই কঠিন সময়ে কিডম্যান পরিবারটিকে একসঙ্গে রাখার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান, ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তাছাড়া নিকোল দত্তক নিয়েছেন দুই সন্তান। তারা হলেন- ইসাবেলা ও কনর।

১৯৬৭ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনলুলুতে জন্ম নেন নিকোল কিডম্যান। তবে তার মূল শিকড় অস্ট্রেলিয়ায়। সিডনিতে বেড়ে ওঠা কিডম্যান অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন এবং ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নিকোল প্রথম জনপ্রিয়তা লাভ করেন অস্ট্রেলিয়ার থ্রিলার ‘ডেড কাম’ সিরিজের মাধ্যমে। তখনই তার অভিনয়ে মুগ্ধ হন টম ক্রুজ। পরে এই অভিনেতা তার ‘ডেজ অব থান্ডার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন কিডম্যানকে। এটি ছিল কিডম্যানের প্রথম সিনেমা। এই সিনেমার শুটিং সেটেই কিডম্যান ও ক্রুজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে তাদের এই সংসার ভেঙে যায়। প্রথম সংসার ভাঙার ৫ বছর পর কেইথ আরবানকে বিয়ে করেন কিডম্যান। অবশেষে দ্বিতীয় সংসারও ভেঙে গেল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com