রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ভালুকায় ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।

পদযাত্রাটি হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয় হতে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সীডষ্টোর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম খান ভাষানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ব্যারিষ্টার আবুল হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ উদ্দিন, রফিউদ্দিন রফিম, নূরুল ইসলাম মেম্বার, সিরাজ উদ্দীন, মকবুল হুসাইন, আমিনুল ইসলাম সবুজ, আলী আকবর সরকার, এড. আব্দুর রহিম, জান্নাতুল আজহার খান স্বপন, মহিলা দল নেত্রী আফরোজা সরকার, রমিজা খাতুন, হবিরবাড়ী ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি একে এম রফিকুল ইসলাম, যুবদল নেতা আকমল খান, সাফিজ উদ্দীন, মোঃ মাসূদ রানা, ইউনিয়ন শ্রমিকদল নেতা তাইজুদ্দীন আহম্মেদ, আক্তার হোসেন খান, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহীম খলিল, জিল্লুর রহমান, মিয়াজ উদ্দীন, ইউনিয়ন কৃষকদল নেতা মনিরুজ্জামান খান, আবুল কাশেম খান, ইউনিয়ন ছাত্রদল নেতা আরাফাত খান, হারুনুর রশিদ প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবী মানতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com