রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দূঘটনায় দুইজন নিহত হয়েছেন।

রবিবার রাতে ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও উপজেলার কাচিনা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন, ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের মইনুদ্দিন মিলিটারীর ছেলে রাকিব আল হাসান (২৫) ও উপজেলার কাচিনা বাজার এলাকার মো. কেরামত আলী (৬৫)।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটররসাইকেল যোগে বাড়ি থেকে হাজিরবাজার যাচ্ছিলেন রাকিব। ওই সময় ঘটনাস্থল ঢাকা-ময়মনসিংহ মহসড়কে ঢাকাগামী লেনে অপর একটি মোটরসাইকেলের সাথে রাজিবের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় রাজিব মহাসড়কের উপর ছিটকে পড়লে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

অপরদিকে, একই রাতে কাছাকাছি সময়ে উপজেলার কাচিনা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ কেরমত আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com