সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে ভালুকা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে মিলিত হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রিয়াদ মাহমুদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সভাপতি এস এম শাহজাহান, শ্রমিকলীগ নেতা নাজমুল হক সহবিভিন্ন উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।