বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে গলাা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোডে মো: হাইয়ূমের ভাড়া দেয়া বাসা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়।

তারা হলো, ময়না আক্তার (২৫), শিশু কন্যা রাইসা (০৭) ও নিরব (০২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার শান্তু মিয়ার ছেলে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, দুই সন্তান রাইসা ও নিরব এবং ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড হাইয়ূমের বাসা ভাড়ায় থেকে স্থানীয় রাসেল স্পিনিং কারখানায় চাকরী করে আসছিলেন। সোমবার সকাল ৯ টার সময় কর্মস্থল থেকে রফিকুল ইসলাম বাসায় গিয়ে দেখেন গেইটের দরজায় তালা ঝুলানো। এ সময় ডাকাডাকি করা হলেও ঘরের ভেতর থেকে কোন সাড়া মেলেনি। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, মা ও দুই সন্তানের গলা কাটা লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com