বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৯ বোতল বিদেশি মদসহ মোঃ সোহেল ও মোঃ লিটন মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। পরে আটককৃতদের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিডস্টোর ড্রাইভারপাড়া এলাকায় গাড়ীতে তল্লাশি করে তাদেরকে আটক করা হয়। আটককৃত সোহেল গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বারোতোপা সিংগারদিঘী গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে এবং লিটন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাপুরা গ্রামের আবুল কাশেমর ছেলে।
ভালুকা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, ঢাকাগামী দ্রুতগতির সিয়াম পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৭৯৭১) একটি বাসের গতিবিধি সন্দেহজনক হলে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে উক্ত বাসে দুইটি স্কুল ব্যাগে অবৈধ ২৯ বোতল বিদেশী মদ সহ দুইজনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশিকালে অবৈধ বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক মামলা দিয়ে ১৫ মে (বৃহস্পতিবার) আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।