শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ার থেকে জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ এম.এ. ওয়াহেদের নেতৃত্বে সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচিনা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সন্ধ্যায় ৯ নং কাচিনা ইউনিয়ন শ্রমিকলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে কাচিনা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ এম.এ. ওয়াহেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুবেদ আলী বিএবিএড, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, কাচিনা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক ননী, সাধারণ সম্পাদক আঃ হালিম বিএ, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, রফিকুল ইসলাম কাজল, আঃ লতিফ ফকির, বীর মুক্তিযোদ্ধা আজাদ এম এ মান্নান,আঃ রশিদ শিকদার,শহিদুল ইসলাম ফকির,আঃ ওয়াদুদ, জাকির হোসেন শিকদার প্রমূখ।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কাচিনা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।