মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ইউ-টার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যান, প্রাইভেটকার, অটোরিকশা ও মালবাহী ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে আমছার আলী (৬৫) নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার সিডস্টোর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমছার আলী উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী প্রাইভেটকার ও অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়, পরে প্রাইভেটকার গিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ হয় এবং ময়মনসিংহগামী দ্রুতগতির মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষ লেগে ডিভাইডার উপরে উঠে ট্রাকটি উল্টে যায়। এতে অটোরিকশাটি ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার যাত্রী আমছার আলী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচায় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হইওয়ে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশার ও কাভার্ডভ্যান আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com