শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ভালুকায় খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু! আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় মাছের খামারের পানিতে ডুবে আয়েশা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিরুনিয়া গ্রামে। নিহত আয়েশা ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার (২ জুন) দুপুরে দুই বছর বয়সী শিশু আয়েশা আক্তার পরিবারের অজান্তে বাড়ির পাশের মাছের খামারে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন আয়েশাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশেই একটি মাছের খামারে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শিশু আয়েশাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।