শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তির বিষয়ে যে দাবি করা হয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং ভবিষ্যতেও তা করা সম্ভব নয়। যেসব তথ্য একটি নির্দিষ্ট মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোর ন্যূনতম বাস্তবতা বা সত্যতা নেই।
তিনি আরো বলেন, এ ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক বিতর্ক সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর একটি অপকৌশল। এটি ইচ্ছাকৃত অপপ্রচার নাকি অজ্ঞতা- যাই হোক না কেন, বাস্তবতা হলো ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের আধিপত্যবাদ কিংবা অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
কৃষক কার্ড প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কৃষক কার্ডের নামে যদি কোথাও অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটে থাকে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, কার্ডগুলো মূলত কৃষক ও সুবিধাবঞ্চিত নারীদের সহায়তার জন্য পরিকল্পিত হলেও কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক উঠে এসেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত হলে এসব বিষয় কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযানের বিস্তারিত জানাতে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহদী আমীন বলেন, আমাদের নেতা তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
তারেক রহমান আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শ’ শিক্ষার্থীদের নিয়ে ‘ইউথ পলিসি টক’ এ অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন, মতবিনিময় করবেন। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।
এরপর বিএনপি চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন।
মাহদী আমীন জানান, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।
এর আগে, গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের ৭টি সমাবেশে বক্তব্য রাখেন।