বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেফতার

ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০। এ সময় সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর একটি ইউনিট।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব-১০ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমরা তাদের সহযোগিতা করি। এ বিষয়ে বিস্তারিত র‌্যাব-১০ থেকে জানানো হবে।

জানা গেছে, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।

উল্লেখ্য, গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com