বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
নড়াইল প্রতিনিধি::
নড়াইলের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রস্থগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন নড়াইলে কৃতি সন্তান, সাদামনের আলোকিত মানুষ, জীবন্ত কিংবদন্তি, সদাহাস্য উজ্জল ও মানবপ্রেমী মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এন,ডি,ইউ (অবঃ)।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ গ্রস্থগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষরসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জ্ঞানগর্ব বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমান হাসানের বড় ভাই আক্তার হাসান কচি, মাসুদ রানা, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী, প্রভাষক মোঃ হেলাল আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ সরদার, শিক্ষক মোঃ আব্দুল হাই মৃধা, নাসরিন সুলতানা, জিপি সদস্য মোঃ কওছার উদ্দিন মোল্যা, ট্রাস্টের সদস্য শাহদাত হোসেন সাবু। এ সময় আমান হাসান মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোরের জন্য ৫ হাজার টাকা বরাদ্দ করেন।
নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন। এদিন পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১৮ মার্চ মহিষখোলার নাম পরিবর্তন করে নূর মোহাম্মদ নগর করা হয়।