সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন, যা বিশ্ববাজারে এই ধাতুগুলোর দাম বাড়ার প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৬৬৩.৩৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম সর্বাধিক ৪,৬৮৯.৩৯ ডলার স্পর্শ করেছিল। ফেব্রুয়ারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১.৬ শতাংশ বেড়ে ৪,৬৬৯.৯০ ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকিয়েছে।
রুপার দামও একদিনে ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৯২.৯৩ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্লাটিনামের দাম বেড়ে ২,৩৪৮.৩২ ডলার এবং প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১,৮০৮.৪৬ ডলার প্রতি আউন্স।
স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়ানোর বড় কারণ। বিনিয়োগকারীরা এখন ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগে আগ্রহী। এই কারণেই বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম নতুন ইতিহাস গড়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্বর্ণ ও রুপা বিনিয়োগকারীদের জন্য এখন নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে দাম বৃদ্ধির ধারা চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।