মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। গত রোববার (৩ আগস্ট) শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শোকাবহ এক পরিবেশের মধ্য দিয়ে স্কুল শাখা চালু করা হয়।
তবে কলেজের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস খুলবে আগামী বুধবার, ৬ আগস্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন থেকেই পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু হবে।
স্কুল খোলার প্রথম দিনেই নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনটি ধাপে অনুষ্ঠিত এই শোক ও দোয়ার অনুষ্ঠানে ৪,০০০ এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময় পার করার চেষ্টা করছি এবং একসঙ্গে এই বেদনাদায়ক ঘটনাকে মোকাবিলা করতে পেরেছি। এ জন্য আমরা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
তারা আরও জানান, জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট সকল সংস্থা ও বাহিনীকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে, মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরার জন্য সকল গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
দুর্ঘটনার প্রেক্ষাপট:
গত ২১ জুলাই, ২০২৫ তারিখে আনুমানিক দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত স্কুল শাখার ২৭ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং একজন আয়ার মৃত্যু হয়েছে। এছাড়াও, ৪৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।