বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সারাদেশে লোডশেডিং শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পিডিবি জানায়, অঘটনজনিত কারণে কয়েকটি কেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে সারাদেশেই লোডশেডিং করতে হচ্ছে।

তবে দ্রুত মেরামতকাজ শেষ করার চেষ্টা চলছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২-৩ দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

সাময়িক এই পরিস্থিতিতে ধৈর্য ধরতে ও সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com