মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জে গ্যাস সম্প্রসারণ ও ওয়াসা করা হবে: আমানউল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, একটি দল বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ দিয়ে বলে, তাঁদের মার্কায় ভোট দিলে বেহেশতে যাবেন নাউজুবিল্লাহ। কে বেহেশতে যাবে সেটি আল্লাহ ছাড়া কারও পক্ষে জানা সম্ভব নয়। এসব কথা বার্তায় তোমাদের (শিক্ষার্থী) মা-বাবা যেন বিভ্রান্ত না হন। বিষয়টি তোমাদের মা-বাবাকে জানাবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোটও হবে। তারা যেন সবাই উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেয়।

রোববার (১৭ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় সরকারি ইস্পাহানী ডিগ্রী কলেজ চত্বরে আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমানউল্লাহ আমান এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি কেরানীগঞ্জে (তৎকালীন ঢাকা-৩ আসন) চারবার সাংসদ থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, কোন্ডা থেকে হযরতপুর পর্যন্ত এমন কোন রাস্তাঘাট নাই যেখানে উন্নয়ন হয়নি। ওইসব এলাকায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। জিনজিরা থেকে মনু বেপারীর ঢাল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা পাকা ছিল। আমি সাংসদ হওয়ার পর পুরো এলাকার সড়ক পাকাসহ ১৮০টি ছোট বড় ব্রীজ নির্মাণ করেছি। এতে কোন্ডা ও হযরতপুরের জমির দাম বেড়েছে।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জে গ্যাস সম্প্রসারণ ও ওয়াসা করার আশ্বাস দিয়ে আমানউল্লাহ আমান বলেন, আল্লাহ আমাকে নির্বাচিত করলে কেরানীগঞ্জে একটি আধুনিক হাসপাতাল এবং সরকারিভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া সরকারি ইস্পাহানী ডিগ্রী কলেজের জন্য জায়গা পেলে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এনে কলেজের নতুন ভবনের কাজ শুরু করা হবে।

সরকারি ইস্পাহানী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, তানাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন শাহীন ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) শামীম আহসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com