শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: ধামরাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি, ধামরাই (ঢাকা) ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধামরাই উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে নেতৃত্ব দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড থেকে আসা কর্মীদের অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রায় পরিণত হয়। র‍্যালিটি ধামরাইয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধামরাই থানা রোড হয়ে হার্ডিঞ্জ স্কুল ও কলেজ, ঈদগাহ মাঠ, বড়বাজার এবং ধামরাই বাজারের প্রধান সড়কগুলো অতিক্রম করে। এরপর এটি যাত্রাবাড়ী হয়ে সীমা হলের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় তমিজ উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিএনপি সবসময় জনগণের অধিকারের জন্য লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে।’ তিনি দলের ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির অবদানের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন যে, বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট। আলোচনা শেষে তমিজ উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সীমা হল থেকে ধামরাই এসে র‍্যালিটি শেষ করেন।

র‍্যালির সমাপ্তি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তমিজ উদ্দিন আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি জনগণের প্রতি বিএনপির পাশে থাকার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের সমর্থন জানানোর আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যে, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।

এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় তারা সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এই ধরনের কর্মসূচি দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্য তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com