সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।
বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দীন বলেন, এই হাসপাতালে এখন ৪৪ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮ জন আশঙ্কাজনক, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে।
সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের ব্যাপারে তিনি বলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। রোগীদের প্রত্যেকের ব্যাপারে তিনি খোঁজখবর নিয়েছেন।
দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিশেষজ্ঞদের আমাদের চিকিৎসা প্রটোকল জানানো হয়েছে। এছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেওয়া সিদ্ধান্তও একীভূত করছি।
বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাব। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়।