মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

বান্দরবানে ৪৫ জনকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে বসবাসরত বিভিন্ন গরীব ও অসহায়দের চিকিৎসা, শিক্ষার্থীদের উন্নত শিক্ষা গ্রহণ ও বিভিন্ন যৌক্তিক প্রয়োজনে আবেদনকৃত ৪৫ জনকে আর্থিক সহায়তা করেছে বান্দরবান জেলা প্রশাসন।

সোমবার (৩ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা প্রদান করে।

এসময় বিভিন্ন গরীব ও অসহায়দের পাশাপাশি, উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীরা উপস্থিত হয়ে এই আর্থিক অনুদান গ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, আমরা সবাই নিজ নিজ কাজে এগিয়ে যাব, আর পরনির্ভরশীলতা ছেড়ে জীবনে প্রতিষ্ঠিত হবো এই লক্ষ্য নিয়ে কাজ করবো। ভিক্ষাবৃত্তি বা মানুষের সাহায্য নিয়ে আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। এসময় তিনি জেলা প্রশাসকের পক্ষ থেকে বরাদ্ধকৃত এই অর্থ সঠিকভাবে ব্যবহার এবং সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে সকলকে বিভিন্ন কর্মে মনোনিবেশ করতে আহবান জানান। অনুষ্ঠানে ৪৫ জনকে সর্বমোট ১ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল মো.আশফাক সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com