মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বান্দরবান জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারী, খাগড়াছড়ির মাটিরাঙায় এক ত্রিপুরা কিশোরী এবং খাগড়াছড়ির পানছড়িতে এক চাকমা নারী শিক্ষিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবি জানান।

তারা অভিযোগ করেন, স্থানীয় কার্বারিরা এসব ঘটনায় টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ ও পিসিএনপি বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান ধর্ষণ ঘটনাগুলোতে স্থানীয় কার্বারিরা টাকার বিনিময়ে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি কাপ্তাইয়ের ধর্ষিতা নারীকেও কার্বারি মাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করেছে, যা অমানবিক ও লজ্জাজনক।

বক্তারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com