মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: নানা আয়োজনে বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অেক্টাবর) বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
ব্যানার, পোস্টার হাতে এবং মাথায় টুপি পড়ে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিণ করে।
পরে আবু সাঈদ মুক্ত মঞ্চ চত্ত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লাব প্রমুখ।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে, আন্দোলনের এই সময়ে ত্যাগ ও সাহস নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে। যুবদলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হলে কঠোর হাতে জবাব দেয়া হবে।