সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:০০ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার ৭০টি বসতঘরসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ মে) রাত ১টার দিকে পাড়াটির মধ্যভাগের একটি ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে।
এদিকে পাড়াটি সাঙ্গু নদীর তীরবর্তী প্রত্যন্ত এলাকায় হওয়ায় অগ্নিকাণ্ডের পর সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছাতে পারেনি। পরে ভোর পাঁচটার দিকে আগুন স্বাভাবিকভাবে নিভে যায়। বর্তমানে পাড়ার ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা জানান, এতে প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের সংবাদে সকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ অর্থ ও বিভিন্ন ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।